করোনার ওষুধ আবিষ্কার রাশিয়ার

কোভিড-১৯ রোগের একটি কার্যকর ওষুধ আবিষ্কার করেছে রাশিয়া। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এবং রাশিয়ান ফার্মাসিউটিক্যাল ফার্ম যৌথভাবে তৈরি ওষুধটি করেছে। ইতিমধ্যে অ্যাভিফ্যাভির নামের ওষুধটির অনুমোদন দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী সপ্তাহ থেকেই এর ব্যবহারে চিকিৎসা শুরু হবে। খবর সিএনবিসির

অ্যাভিফ্যাভির হচ্ছে ফ্যাভিপিরাভিরের পরিবর্তিত সংস্করণ। ফ্যাভিপিরাভির জাপানে ফ্লুর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য এটিকে সংস্কারের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করেছে পুতিনের দেশ। প্রাথমিক পরীক্ষার পর ওষুধটিকে ‘গেম চেঞ্জার’ তথা মহামারী মোকাবেলায় বড় সফলতা এনে দেবে বলে দাবি করেছে দেশটির সরকার।

প্রথম ধাপে ৩৩০ জনের ওপর ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল দেয়া হয়েছে। প্রত্যাশিত ফলাফল পাওয়ার পরই এটি ব্যবহারের অনুমতি দেয়া হয়।

রাশিয়ার দাবি, এ ওষুধ কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষেধক। এর ফর্মুলা দ্রুতই বিশ্বকে জানানো হবে। একই সঙ্গে জুনের মধ্যে রাশিয়ার হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে ওষুধটির ৬০ হাজার ডোজ।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ