উচ্চ রক্তচাপের রোগীর করোনায় মৃত্যুঝুঁকি বেশি

উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগা করোনায় আক্রান্ত রোগীদের মৃত্যুঝুঁকি বেশি। সম্প্রতি ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ইন্টারন্যাশনাল টিম অব রিসার্চারের এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনের জিজিয়াং হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ফেই লি এবং লিং তাও। করোনার উৎপত্তিস্থল চীনের উহানের ২ হাজার ৮৬৬ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা এমন দাবি করেন।

তারা বলেন, হাসপাতালে করোনাভাইরাস নিয়ে ভর্তি হওয়া রোগীদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে- উহানে উচ্চ রক্তচাপ রয়েছে এমন রোগীর মৃত্যুর সংখ্যা অন্যসব রোগীর তুলনায় দ্বিগুণ। আবার যেসব উচ্চ রক্তচাপসম্পন্ন রোগী ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন, তাদের মৃত্যুঝুঁকি এরও দ্বিগুণ।

ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়, উচ্চ রক্তচাপ গুরুতর লক্ষণগুলোর ঝুঁকি আরও খারাপ দিকে নিয়ে যায়। উহানের দুই হাজার ৮৬৬ জন রোগীর মধ্যে ৩০ ভাগ করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।

ইন্টারন্যাশনাল টিম অব রিসার্চারের গবেষণার নেতৃত্ব থাকা লিং তাও বলেন, উহানে ফেব্রুয়ারিতে রোগীদের চিকিৎসা দেয়া শুরু হলে দেখা যায়, যারা মারা যাচ্ছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই ছিলেন উচ্চ রক্তচাপের রোগী।

গবেষকদের ওই দলটি দেখতে পেয়েছে যে, উচ্চ রক্তচাপ আছে এমন ৪ শতাংশ রোগী মারা গেছে। অপরদিকে, উচ্চ রক্তচাপ নেই এমন ১ দশমিক ১ শতাংশ রোগী মারা গেছে।

 

টাইমস/জিএস

Share this news on: