করোনায় আক্রান্ত বান্দরবানের ডিসি দাউদুল

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. দাউদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, “কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মহোদয়ের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার চিকিৎসার জন্যে বাসভবনে চিকিৎসক পাঠানো হয়েছে।” 

তিনি বলেন, জেলা প্রশাসক এখন থেকে চিকিৎসকদের গাইডলাইন অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নেবেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তেমন কোনো জটিলতা নেই।

এর আগে ৬ জুন করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ৭ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন আছেন। 

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়,  ১৬ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বান্দরবানের প্রথম করোনা পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা ৭৮ জন। করোনায় মারা গেছেন একজন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ