ভোট ডাকাতি থেকে দৃষ্টি সরাতে বিজয় উৎসব: মির্জা ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ‘ডাকাতি’ থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য আওয়ামী লীগ বিজয় উৎসব পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনে ভোট ডাকাতি করে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। আর এই নির্বাচনটি আসলে গণতন্ত্রের পরাজয় হয়েছে, সঙ্গে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েও গেছে।

বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের টানাপোড়ন তৈরি হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোটও আছে। আমাদের মাঝে কোনও টানাপোড়ন নেই। আপনাদের চটকতার গল্পের মধ্য দিয়ে অনেক কিছু আসতে পারে। তবে আমাদের মধ্য কোনও টানাপোড়ন নেই।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের বৈশিষ্ট্য ছিল, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ গণতন্ত্রের বহুমাত্রিকতার বিষয়টি সামনে নিয়ে আসেন। বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা সামনে নিয়ে আসেন তিনি। আজকের এই দিনে শপথ নিচ্ছি, গণতন্ত্রকে আমরা মুক্ত করবো। সর্বোপরি যিনি এই পতাকা ধরে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে মুক্ত করবো। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024