ভোলায় ঘুমন্ত স্ত্রী ও ভাগনিকে পুড়িয়ে হত্যা

ভোলার লালমোহনে ঘুমন্ত স্ত্রী ও তার ভাগনিকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে।

নিহতরা হলেন- জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের রফিকের স্ত্রী সুরমা (২৫) ও সুরমার বোনের মেয়ে খাদিজা (৮)।

এ ঘটনায় নিহত গৃহবধূর বড় বোন গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর।

স্থানীয়রা জানান, ছয় মাস আগে সুরমার সঙ্গে রফিকের বিয়ে হয়। এটি ছিল রফিকের তৃতীয় বিয়ে। কোনো কাজ না করায় স্ত্রীর সঙ্গে তার বনিবনা হতো না। এ নিয়ে সালিশও হয়েছে।

কয়েক দিন আগে সুরমাকে রেখে রফিক চলে যায়। পরে সুরমা তার বড় বোন আংকুরা বেগমের (৩৮) বাড়িতে উঠেন।
শুক্রবার রাতে সুরমা, আংকুরা ও আংকুরার মেয়ে খাদিজা (৮) এক বিছানায় ঘুমিয়ে ছিলেন।

রাত দেড়টার দিকে ঘরের পেছনে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন রফিক। পরে তিনি বিছানায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

এসময় দগ্ধ হয়ে সুরমা ঘটনাস্থলেই মারা যান। আর আংকুরা ও খাদিজা পুড়ে গিয়ে মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে দগ্ধ মা ও মেয়েকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মেয়ে খাদিজার মৃত্যু হয়।

ভোলা সদর হাসপাতালের চিকিৎসক রথীন্দ্র নাথ মজুমদার জানান, দগ্ধ মা ও মেয়ের শরীরের ৭০ ভাগের বেশি পুড়ে গেছে।

জেলা পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।

Share this news on: