বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আরও ৩১ রোহিঙ্গা

আরও ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মিয়ানমারে প্রত্যর্পণের ভয়ে এসব রোহিঙ্গা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

তারা এখন দুই দেশের শূন্যরেখায় খোলা জায়গায় অবস্থান করছেন বলে জানা গেছে।

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা এসব রোহিঙ্গাদের মধ্যে ছয় জন নারী, আটজন পুরুষ এবং ১৭ জন শিশু রয়েছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০২৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্তরেখায় অবস্থান করছে।

মেজর মো. শফিক আরও বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে তাদের যেন বিএসএফ বাংলাদেশে প্রবেশ করাতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর বলেন, শুক্রবার রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে বিএসএফ।

প্রসঙ্গত, মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের শিকার হয়ে বিভিন্ন সময়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের বেশিরভাগই বসবাস করছে আশ্রয় শিবিরে।

মিয়ানমারে প্রত্যর্পণের ভয়ে শত শত রোহিঙ্গা মুসলিম পরিবার ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। গত কয়েক মাসে অন্তত দুই হাজার রোহিঙ্গা দেশটি থেকে বাংলাদেশে চলে এসেছেন।

 

টাইমস/এক্স

Share this news on: