অক্সফোর্ডে একবছর পড়াশোনা করেই দেশে ফিরবেন মুনজেরিন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর মাধ্যমে ইংরেজি শিখিয়ে আলোচনায় এসেছেন মুনজেরিন শহীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এই ছাত্রীর এবার বিশ্বখ্যাত অক্সফোর্ডে পড়াশোনা করতে যাচ্ছেন। তবে তার ইচ্ছা পড়াশোনা শেষে তিনি দেশে ফিরবেন। একবছর পড়াশোনা শেষে তিনি দেশে ফিরে আসবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তিনি দেশের মানুষের জন্য কিছু করতে চান। সে ইচ্ছা থেকেই দেশে ফেরার কথা জানিয়েছেন মুনজেরিন।

জানা গেছে, ঢাবি ছাত্রী মুনজেরিনের পথচলা বেশিদিনের নয়। অল্প কিছইদনের মাঝেই তিনি ট্যালেন্টদের সেলিব্রিটি হয়ে উঠেন। লকডাউনের মাঝে ঘরে থাকতে থাকতে অনেকের মতো মুনজেরিন শহীদেরও বিরক্তি ধরেছিল। মে মাসে ছোট ছোট ইংরেজি শেখানোর ভিডিও বানানো শুরু করেন। এতে সাড়া পেয়ে তিনি ভিডিও বানাতে শুরু করেন। মুনজেরিন সপ্তাহে অন্তত চারটি কনটেন্ট তৈরি করার চেষ্টা করেন। ভিডিও বানানোর আগেই ক্লাস নেওয়ার বিষয়ে পরিকল্পনা করেন। কোন দিন কোন বিষয় নিয়ে কথা বলবেন তা ঠিক করে নেন। মুনজেরিন ২০১৫ সাল থেকে অনলাইন আয়োজন রবি ১০ মিনিটস স্কুলে কাজ করেন। অফিশিয়াল কাজের পাশাপাশি এবার তিনি নিজেই ১০ মিনিটস স্কুল থেকে ইংরেজির শিক্ষক বনে গেছেন। ইংরেজিতে ভালো করে কথা বলার ৬০টি কার্যকরী ফর্মুলা নিয়ে ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ নামে একটি বইও লিখেছেন মুনজেরিন। ১০ মিনিটস স্কুলের সাইটে এর অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে।

জানা গেছে, চট্টগ্রামের মেয়ে মুনজেরিন। এ বছরের জানুয়ারিতে মাস্টার্স শেষ হয়। ফেব্রুয়ারির শেষের দিকে বিশ্বে ইংরেজি ভাষার সবচেয়ে পুরোনো ও বিখ্যাত যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আবেদন করেন মুনজেরিন। ডাক পেয়েও যান। অ্যাপ্লায়েড লিঙ্গুয়েস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশনে মাস্টার্স নিয়ে পড়তে যাচ্ছেন তিনি। এখানে শেভেনিং স্কলারশিপের অধীনে পড়বেন তিনি। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে পড়তে যাবেন তিনি। তবে অক্সফোর্ডে এক বছরের পড়াশোনা শেষ করে দেশে ফিরতে চান মুনজেরিন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য May 17, 2024
img
বাজারে ডিমের উত্তাপ বাড়ছেই, কমেনি সবজির দাম May 17, 2024
img
যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী May 17, 2024
img
র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র May 17, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ May 17, 2024
img
ঢাকার বাতাস আজও খুব 'অস্বাস্থ্যকর' May 17, 2024
img
রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত May 17, 2024
img
৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী May 17, 2024
img
বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল May 17, 2024
img
প্রতিদিন শ্যাম্পু ব্যবহার কি চুলের জন্য ক্ষতিকর? May 17, 2024