করোনা উপসর্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ল্যাব সহকারীর মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ রানা (৪৫)। বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাসুদ রানা রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাব সহকারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মাসুদ রানার করোনার উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার পরই বলা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ