করোনাক্রান্ত অমিতাভ-অভিষেকের জন্য দোয়া চাইলেন আফ্রিদি

করোনা আক্রান্ত অমিতাভ-অভিষেকের জন্য দোয়া চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বলিউড শাহেনশাহের পরিবারে করোনার হানা পড়েছে খবর জানার পর রোববার দোয়া চেয়ে টুইট করেন আফ্রিদি।

টুইট বার্তায় আফ্রিদি লেখেন, ‘অমিতাভ বচ্চন ও জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত ও ভালোভাবে আরোগ্য লাভ করবেন।’

রোববার করোনায় আক্রান্ত হন অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও ঐশ্বরিয়ার কন্যা আরাধ্য। মুম্বাইয়ের নানবতী হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এর আগে গত মাসে করোনায় আক্রান্ত হন আফ্রিদি। মহামারী ছড়িয়ে পড়ার পর নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। সেখান থেকেই তিনি আক্রান্ত হন বলে ধারণা সবার। বর্তমান সুস্থ এই পাক অলরাউন্ডার।

তাই এ মহামারীতে আক্রান্ত হলে মানুষের অসহায়ত্ব, বেদনা বেশ ভালোই জানা সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেই উপলব্ধি থেকেই সুদূর পাকিস্তান থেকে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেকের জন্য দোয়া চাইলেন তিনি।

সম্প্রতি শচীন ও পাকিস্তানের কাছে ভারত টিমের হার নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আফ্রিদি। সে কারণে ভারতবাসীদের চক্ষুশুলে পরিণত হয়েছিলেন তিনি। কিন্তু বচ্চনের করোনা মুক্তির দোয়া চেয়ে ফের ভারতীয়দের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এমন টুইট করায় ভারতীয় ক্রিকেটের সমর্থকদের প্রশংসায় ভাসছেন আফ্রিদি। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

টাইমস/এইচইউ

Share this news on: