রংপুরে ‘জিনের বাদশা’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

রংপুরে ‘জিনের বাদশা’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নগরীর রংপুর মেডিকেল ক্যাম্পাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

শনিবার দুপুরে এসব তথ্য জানান আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) আলতাফ হোসেন।

তিনি জানান, অল্প সময়ের মধ্যে এক হাজার ছয়শত কোটি টাকা মূল্যের স্বর্ণের বার কিংবা প্রাচীন পিলারের নীচে থাকা ইউরেনিয়াম দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল গোফফার প্রধান (৬১) নামের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের পরিবারের কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরবর্তীতে ওই শিক্ষককে অপহরণ করে চক্রটি। এ ঘটনায় থানায় অভিযোগ দেয় ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা। পরে অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে জিনের বাদশাহ পরিচয় দেওয়া প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- রংপুর নগরীর ইসলামবাগ আরকে রোড এলাকার মৃত মকবুল খান মুরাদ খান ওরফে ইঞ্জিনিয়ার মুরাদ (৪২), আমাশু কুকরুল এলাকার সাইফুল ইসলামের ছেলে মিরাজুল হাসান ওরফে মিরাজ (৩০) ও ঢাকার দারুস সালামের লালকুঠি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে শাহিন (৩০)।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভুক্তভোগীর দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ওই প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ