দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অর্থ পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার ওরফে লেবিকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

ফরিদপুরের এসপি মো. আলিমুজ্জামান বলেন, নাজমুল হাসান লেবিকে মানি লন্ডারিং মামলায় সিআইডির চাহিদা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (অব্যাহতিপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (অব্যাহতিপ্রাপ্ত) ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে সিআইডি। সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় মামলাটি করেন।

পরে ১৯ জুলাই ভোরে সিআইডি বরকত ও রুবেলকে ফরিদপুর জেলখানা থেকে তাদের জিম্মায় নেয়। এরপর তাদের ঢাকার মালিবাগে সিআইডির কার্যালয়ে দিয়ে দুই দিন রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে রুবেল ও বরকত মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ^াস বলেন, রুবেল ও বরকত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য দিয়েছে। ওই তথ্যের ভিত্তিতে নাজমুল হাসান লেবিকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশকে নোটিশ করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্তরা কিভাবে অর্থ পাচারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তা আমরা জানতে পেরেছি।

 

টাইমস/এসএন

Share this news on: