ঈদুল আজহার শিক্ষায় বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়ে তুলুন -প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এ সময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে-অপরকে সাহায্য করে যেতে হবে। করোনা মহামারীর এই বিপদের সময় আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, ব্যাংকার ও পরিচ্ছন্নতাকর্মীসহ যারা জীবনবাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে হবে। ঘরে থেকে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করুন। আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করুন, যেন এই মহামারী থেকে আমরা মুক্তি পাই।

শেখ হাসিনা বলেন, হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে তার প্রিয়বস্তুকে কোরবানি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ঈদুল আজহার উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানরা কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরীব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষ-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল-আজহা।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

 

টাইমস/এসএন

Share this news on: