প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মমতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মমতা বলেন, শ্রদ্ধেয়া শেখ হাসিনা জ্বী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় মমতা ব্যানার্জি আরও বলেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে পালিত হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরের বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি। আমি মনেকরি, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নতি আরও ত্বরান্বিত হবে।

 

টাইমস/এসএন

Share this news on: