বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাড়ি থেকে কাজ চালিয়ে যাবে

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মপদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। লকডাউনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশ, বিশ্বজুড়ে  ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে থেকে কাজ করার জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি অনেক বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান আজীবন এই ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালিয়ে যাবার কথা ভাবছে, আবার অনেক প্রতিষ্ঠান ২০২১ সালে অফিসে ফিরে না যাবার কথা বিবেচনা করছে।

গত মে মাসের মাঝামাঝি সময়ে টুইটার ঘোষণা করেছে যে, তাদের কিছু কর্মচারী স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করতে পারবেন। গত সপ্তাহে, গুগল ঘোষণা করেছে তাদের কর্মীরা ২০২১ সাল পর্যন্ত বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবে।

এ বিষয়ে গুগলের সিইও সুন্দর পিচাই কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, “আমি আশা করি এর ফলে আগামী ১২ মাস আপনারা কাজের পাশাপাশি নিজের এবং প্রিয়জনদের যত্ন নেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার সুযোগ পাবেন।”

আইএমএফের মতে, স্কুল ও ডে কেয়ার সেন্টার বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে মহামারীতে কর্মজীবী নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কিছু সংস্থা সেটা স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে গৃহীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিশ্বজুড়ে অনেক কোম্পানিই ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিটি ভবিষ্যতেও চালিয়ে যাবে। এর মধ্য দিয়ে গোটা পৃথিবীতেই অফিস ব্যবস্থায় স্থায়ী পরিবর্তন আসবে বলে মনে করছেন সমাজ বিশেষজ্ঞগণ।

২০২১ সাল পর্যন্ত অফিসে না ফেরার সিদ্ধান্ত নিয়েছে যে সব বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান-

  • গুগল।
  • ইউনিভার্সাল মিউজিক গ্রুপ।
  • ওয়ার্নার মিউজিক গ্রুপ।
  • সনি মিউজিক।
  • আমাজন কর্পোরেট।
  • ভায়াকম।
  • স্কটিয়াব্যাঙ্ক।
  • আরবিএস (স্কটল্যান্ডের রয়েল ব্যাংক)।
  • গ্রুপ নাইন মিডিয়া।
  • ইনডিড।

স্থায়ী ভাবে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে আংশিক বা সম্পূর্ণ অফিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে যে সব প্রতিষ্ঠান:

  • ফেসবুক।
  • টুইটার।
  • স্কোয়ার।
  • স্ল্যাক।
  • শপিফাই।
  • জিলো।

তথ্যসূত্র: সিএনএন

 

টাইমস/এনজে/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024