সন্ত্রাসের জনপদে সবজি চাষে অভাবনীয় সাফল্য

মেহেরপুরের গাংনী উপজেলার কুমারীডাঙ্গা ও রাজাপুর গ্রাম দুটি এক সময় ছিল মাদকের আখড়া। সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। তিন জেলার সীমানা হওয়ায় গ্রামটি ছিল আতংকের জনপদ। এই গ্রামের মাঠের মধ্য নিয়ে বয়ে চলা নির্জন রাস্তা দিয়ে দিনের বেলায়ও কেউ চলাচল করতে সাহস পেত না। এমনই ভয়ংকর এলাকার এক কিলোমিটার রাস্তার দুই পাশে নানা ধরনের সবজি উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সাব ইন্সপেক্টর আব্দুল আলিম। তার উৎপাদিত সবজি এলাকার অনেক মানুষের কাঁচা তরকারীর চাহিদা মিটছে। ফলে সন্ত্রাস কবলিত এলাকাটিতে এখন শান্তির সুবাতাস বইছে।

মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার সীমানায় অবস্থিত কুমারীডাঙ্গা ও রাজাপুর গ্রাম। তিন জেলার সীমান্তবর্তী হওয়ায় সংযোগ রাস্তাটি ছিল মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও চোরাকারবারিদের আখড়া। ফলে অপরাধীদের ভয়ে ওই এলাকার মানুষ সব সময় আতঙ্কে বসবাস করতো। এলাকার সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে বছর দশেক আগে স্থাপন করা হয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প। বর্তমানে ক্যাম্পের সাব ইন্সপেক্টর আব্দুল আলিম অপরাধপ্রবণ এলাকার রাস্তার দুধারে ফলাচ্ছেন রকমারি শাকসবজি। আর এ কাজে তাকে সহায়তা করে চলেছেন পুলিশের অন্য সদস্যসহ এলাকাবাসী। এখানকার উৎপাদিত সবজি বিলিয়ে দেওয়া হচ্ছে দরিদ্রদের মাঝে। যাদের আয় রোজগার নেই এমন মানুষ বিনামূল্যে কাঁচা সবজি পেয়ে খুশি। আর এর মধ্য দিয়েই নির্মূল হয়েছে ওই এলাকার মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা।

এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, আমরা আগে এই এলাকায় রাতে তো দুরের কথা দিনের বেলাতেই যাতায়াত করতে ভয় পেতাম। বর্তমানে ক্যাম্প কমান্ডার আব্দুল আলিমের সহায়তায় এখানে নানা ধরনের সবজি উৎপাদন করা হচ্ছে। এ কাজে পুলিশ সদস্যদের সাথে আমরাও সহযোগিতা করে থাকি। যারা আর্থিক সংকটে আছে, হাট বাজার করার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে এই সবজি বিতরণ করেন ক্যাম্প কমান্ডার। জায়গাটি এখন একটি পার্কের মত হয়ে গেছে। অনেক এলাকার মানুষ বিকেলে এখানে সময় কাটাতে আসে। ফলে মাদক ও সন্ত্রাস দূর হয়েছে। এখন শান্তিতে বসবাস করছি।

রাজাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান বলেন, রাজাপুর এলাকার ত্রিমোহনী এলাকাটি মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা তিন জেলার মোহনা হওয়ায় অপরাধীরা এখানে তাদের নিরাপদ জোন হিসাবে ব্যবহার করতো। এক সময় সন্ত্রাস, চোরাকারবারি ও মাদকের আখড়া ছিল এলাকাটি। কুমারীডাঙ্গায় ক্যাম্প হওয়ায় এখন মাদক ও সন্ত্রাস দূর হয়েছে। ত্রিমোহনী রাস্তার দুধারে এখন সবজি চাষ করে বিনামূল্যে বিতরণ করছেন পুলিশ সদস্যরা। এলাকার মানুষ ভীষণ খুশি।

কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের কমান্ডার এসআই আব্দুল আলিম বলেন, সন্ত্রাস কবলিত রাস্তার দুই পাশে পতিত জমিতে সবজি চাষ করে বিতরণ করার কথা জেলার পুলিশ সুপার মহোদয়কে জানালে তিনি সাথে সাথে আমাকে উৎসাহ দিয়ে তা বাস্তবায়ন করতে বলেন। গাংনী থানার অফিসার ইনচার্জও উদ্বুদ্ধ করেন। পুলিশ হলো জনগণের বন্ধু। দেশের সকল ভাল কাজে পুলিশের অংশগ্রহণ আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল ভাল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করে তৃপ্তি পেতে এই কাজটি করছি। মানুষ স্বাবলম্বী হলে এমনিতেই অপরাধ প্রবণতা কমে যাবে। এটি একটি কল্যাণকর কাজ হিসাবে এলাকার মানুষকে সাথে নিয়ে পতিত জমিতে সবজি চাষ করে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. শাহাবুদ্দীন আহমেদ বলেন, কুমারীডাঙ্গা ক্যাম্পের পুলিশ সদস্যরা রাস্তার দুই পাশের পতিত জমিতে সবজি চাষ করে মানুষের মাঝে বিতরণ করছেন। তাদের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ ধরনের উদ্যোগ কৃষি বিভাগ থেকেও নেওয়া হচ্ছে।

মেহেরপুরের পুলিশ সুপার এস.এম মুরাদ আলী বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানাবিধ সামাজিক কাজও করে থাকে। আব্দুল আলিম কাজটি ভালবেসে করতে চাইলে তাকে সহায়তা করা হচ্ছে। শুধু আব্দুল আলিম নয় পুলিশের সকল সদস্যদের ভাল কাজে সমর্থন ও সহযোগিতা করা হচ্ছে। এখন অনেক মানবিক কাজ করে সমাজ বিনির্মাণে ব্যাপক ভূমিকা রাখছে পুলিশ।

 

টাইমস/এসই/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আবারও বিতর্কে আলিয়া, কী বললেন মুকেশ ভাট? Nov 18, 2025
img

সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি

হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরিচ্যুত করতে হবে Nov 18, 2025
img
বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ Nov 18, 2025
img
শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করা জরুরি: ছাত্রশি‌বি‌র সভাপ‌তি Nov 18, 2025
img
প্রকাশ হলো ট্রেলার, দুই পর্বে মুক্তি পাবে রণবীরের সিনেমা Nov 18, 2025
img
১৫ মাসেই প্রায় সব লক্ষ্য অর্জন করেছে অন্তর্বর্তী সরকার : প্রেসসচিব Nov 18, 2025
img
সূচকের বড় উত্থান পুঁজিবাজারে Nov 18, 2025
img
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ Nov 18, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক Nov 18, 2025
img
বাতিল হলো ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট Nov 18, 2025
img
সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার Nov 18, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন তা সৃষ্টিকর্তার কাছ থেকে পাওনা শাস্তি: হাফিজ উদ্দিন আহমেদ Nov 18, 2025
img
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার Nov 18, 2025
img
আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন বাবর Nov 18, 2025
img
আমজনতার দলসহ ৭টি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ইসি Nov 18, 2025
img

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন Nov 18, 2025
img
ইউনিসেফ থেকে ৪২০ কোটি টাকার ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত Nov 18, 2025
img
জুলাইয়ের আবহ ফেরাতে কনসার্ট, থাকবেন আতিফ আসলাম Nov 18, 2025
img
একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ জন Nov 18, 2025
img
জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে অনিশ্চয়তায় জনপ্রিয় ধারাবাহিক Nov 18, 2025