স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল

টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা হত্যা মামলার অন্যতম আসামি এসআই নন্দ দুলাল রক্ষিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। এরই মধ্যে জবানবন্দি দেয়ার জন্য তিনি আদালতে হাজির হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব কার্যালয় থেকে কক্সবাজার সিনিয়র জুডিশ্যল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাকে হাজির করা হয়।

রোববার একই মামলায় একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি লিয়াকত আলী। আদালতে টানা পৌনে ৫ ঘণ্টা ধরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এর আগে গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে এই লিয়াকতের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। সিনহা হত্যা মামলার ১ নম্বর আসামি লিয়াকত আলী। লিয়াকত আলী ওই সময় টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on: