চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত ওসি প্রদীপকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার দুপুরে প্রদীপকে রিমান্ডে নেয় র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস জানান, চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে ওসি প্রদীপকে আদালতে হাজির করে র‌্যাব। বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি প্রদীপ কুমার দাশকে চার দফায় মোট ১৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ৬ আগস্ট প্রথমবার আসামি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্যের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ১৮ আগস্ট প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে প্রথমবার জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়।

প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্যের দ্বিতীয়বার চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয় গত ২৪ আগস্ট। ওইদিন থেকে পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে আদালতের আদেশে গত ২৮ আগস্ট তৃতীয়বার প্রদীপ কুমার, লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ৩০ আগস্ট লিয়াকত আলী ও ৩১ আগস্ট নন্দদুলাল রক্ষিত ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন। তারা দুজন বর্তমানে কারাগারে আছেন।

আদালতে ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন মামলার অভিযুক্ত তিন আসামি এপিবিএন সদস্য এএসআই শাহাজাহান, কনস্টেবল রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ। তারাও কারাগারে আছেন। এছাড়া কারাগারে রয়েছেন অপর চার আসামি পুলিশ সদস্য এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।

এই হত্যা মামলার অপর তিন আসামি নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীনের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর পৌনে ১টায় কক্সবাজার সদর আদালত-৪ এর জ্যৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ী তল্লাশীকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। 

আরও পড়ুন

 সিনহা হত্যা: পুলিশের তিন সাক্ষী ফের ৩ দিনের রিমান্ডে

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024
img
রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২ May 18, 2024
img
সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু May 18, 2024
img
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি May 18, 2024