পদ্মা সেতুর ৯০ শতাংশ কাজ শেষ : ওবায়দুল কাদের

পদ্মা সেতু প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ৮১ শতাংশ শেষ হয়েছে। এছাড়া শেষ হয়েছে মূল পদ্মা সেতুর ৯০ শতাংশ কাজ। শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবগত করেন।

ওবায়দুল কাদের জানান, পদ্মায় এ পর্যন্ত ৪১ স্প্যানের মধ্যে ৩১টি বসানো হয়েছে। বর্তমানে পদ্মা সেতুর মূল অংশ হিসেবে ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে। নদী শাসনের কাজ শেষ হয়েছে প্রায় ৮৪ শতাংশ।

এসময় তিনি জানান, পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন।

ভার্চুয়াল এ বৈঠকে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. বেলায়েত হোসেন এবং প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ