বরিশালে কোচিং বন্ধে অভিযান

এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে বরিশালে কোচিং সেন্টার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রোববার বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

রোববার থেকে আগামী এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা সফল করতেই এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় বেশ কয়েকটি কোচিং সেন্টার খোলা পাওয়া যায়। নির্দেশনার প্রথম দিন হওয়ায় প্রাথমিকভাবে কোচিং সেন্টারগুলোকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

তবে পরবর্তিতে কোচিং সেন্টার খোলা থাকলে দণ্ড দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন মোজাম্মেল হক চৌধুরী।

এসময় অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে সহকারী কমিশনার মোজাম্মেল বলেন, শুধু এসএসসি নয় সব ধরনের কোচিং বন্ধ রাখতে হবে।

 

টাইমস/এএস/এক্স

Share this news on: