এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা হবে : সিইসি

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন পরিচালনার সময় একজন সংসদ সদস্য যে আচরণ করেছেন, তা কাম্য নয়। তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যে বিধিবিধান আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সংসদ সদস্য হিসেবে এ ঘটনায় তিনি বাড়তি কোনো সুবিধা পাবেন না।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, আগে সামারি ট্রায়ালের সুযোগ ছিল, এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, কাজেই সেই সুযোগ আর নেই। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: