উপসর্গ নিয়ে করোনা ইউনিটে ভর্তি ঢাবির অনশনরত সেই ছাত্রী

এবার উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনরত সেই ছাত্রী। তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী। আসামিদের গ্রেফতারের দাবিতে অনশনে রয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের সেই ছাত্রীকে রোববার (১৯ অক্টোবর) রাত দেড়টায় হাসপাতালে নেয়া হয়। এসময় তার ১০২ ডিগ্রি জ্বর ছিল। গত ৮ অক্টোবর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে অনশনে আছেন। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল।

ঢাবির ওই ছাত্রীর কর্মসূচিতে সংহতি জানানো ইফফাত আরা বলেন, কয়েকদিন ধরে মেয়েটি জ্বরে ভুগছিল। আমরা সবাই অনেক রিকোয়েস্ট করি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। কিন্তু তিনি অনশন ছেড়ে যেতে রাজি হননি। কাল রাতে জ্বরের ঘোরে আবোলতাবোল করতে থাকলে আমরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাই। এখনও তিনি সেখানেই আছেন।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ফুয়াদ বলেন, তাকে করোনা সাসপেক্ট ওয়ার্ডে রাখা হয়েছে। করোনাসহ ডেঙ্গুর টেস্ট করানো হয়েছে। তবে এখনো রেজাল্ট আসেনি। তিনি বলেন, অনশনের কারণে শারীরিকভাবেও তিনি খুব দুর্বল। এর আগেরবার যখন হাসপাতালে ভর্তি হলো, আমরা সাজেস্ট করেছিলাম অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পরিচর্যায় থাকার জন্য। কিন্তু তিনি রাজি হননি। অনশনস্থলে ফিরে গেছে। কিন্তু এবার তার রিস্ক আরও বেশি বলে উল্লেখ করেন ওই ছাত্রলীগ নেতা।

 

টাইমস/জেকে

Share this news on: