‘আত্মহত্যা সমাধান নয়, আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখুন’

অনূর্ধ্ব ১৯ দলের সদস্য উঠতি ক্রিকেটার ২২ বছর বয়সী মোহাম্মদ সজীবের আত্মহত্যার খবর নাড়া দিয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। রাজশাহীর তরুণ এই ক্রিকেটারের আত্মহত্যার খবর অনেক ক্রিকেটার বিশ্বাস করতে পারছেন না। তরুণ ক্রিকেটার সজিবের আত্মহত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

সজিবের আত্মহত্যার ঘটনা সবাইকে মনে করিয়ে দিয়ে মুশফিক সকল ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছেন, ক্রিকেটের বাইরেও সবার একটা জীবন আছে। মুশফিক আরও বলেছেন, সবার জন্যই নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আল্লাহর, সবাই যেন সেটির ওপরেই আস্থা রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আমরা সবাই ক্রিকেট খেলাটি ভালোবাসি। তবে একটা জিনিস মনে রাখবেন, ক্রিকেটের বাইরেও একটা জীবন আছে। আমাদের দেশের প্রতিভাবান খেলোয়াড় মোহাম্মদ সজীবের আত্মহত্যার খবরে আমি অত্যন্ত মর্মাহত।’

মি. ডিপেন্ডেবল আরও লিখেছেন, ‘ঘটনা যাই হোক না কেন, আমি সবাইকে অনুরোধ করব আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেয়ার আগে নিজের পরিবার ও ভালোবাসার মানুষদের ব্যাপারে ভাবুন। আত্মহত্যা কখনও সমাধান নয়। আমাদের সবার জন্য আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনায় আমাদের বিশ্বাস রাখতে হবে।’

‘বিদেহী আত্মা ও তার পরিবারের জন্য দোয়া রইল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলার সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন রাজশাহীর উঠতি তরুণ ক্রিকেটার মোহাম্মদ সজিবুল ইসলাম সজিব। পরে গত শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সজীব। তিনি অনুর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলের স্ট্যান্ডবাই সদস্য ছিলেন। এছাড়া দেশের হয়ে বয়সভিত্তিক বিভিন্ন দলে তিনি দেশ-বিদেশে খেলেছেন।

 

টাইমস/এসএন

Share this news on: