শুধুমাত্র মাস্ক পরলেই ৮০ শতাংশ করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক ডিন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এ কথা বলেছেন।
বরেণ্য এ চিকিৎসক আরও বলেন, করোনা সংক্রমণ রোধে দেশের জনগণকে সচেতন হতে হবে। নিয়মিত হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই তিনটি কাজ করলেই করোনার সংক্রমণ রোধ করা সম্ভব।
মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে কোভিড-১৯ মোকাবিলা এবং রোগ নির্ণয় মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, 'নো মাস্ক, নো সার্ভিস' এ কথা মুখে মুখে না রেখে বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়ন করতে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
করোনা রোগীদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের দেশে অনেক হাসপাতাল করোনার চিকিৎসা বন্ধ করে দিয়েছে। যে কোনো সময় সংক্রমণ বৃদ্ধি পেলে এ সকল হাসপাতাল পুনরায় চালু করতে অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, টিকা কবে আসবে সেজন্য বসে থাকলে চলবে না। দেশের জনগণকে সচেতন হতে হবে। '
টাইমস/এসজে/এসএন