‘তিস্তা চুক্তি নিয়ে কোনও চমক থাকবে না’

তিস্তা নিয়ে হঠাৎ করে কোনও চমক থাকবে না। হঠাৎ করে এটি সই হবে এমনটা মনে হয় না। বুধবার (১৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

তিস্তার বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘ভারত সরকার কখনও তিস্তা চুক্তিতে সই করবে না, এটা তারা বলেনি। তারা যেটা বলছে—তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সই করতে পারছে না। এছাড়া তিস্তা নিয়ে নতুন কোনও অগ্রগতি হয়নি।’

এ সময় নদী বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি আগামী মাসে ভারতে যাবে এবং আলাপ করবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে বাকি সাতটি নদীর বিষয়ে একটি কাঠামো নিয়ে আলোচনা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে এখনও তারিখ ঠিক হয়নি। আগামী মাসে আমাদের পররাষ্ট্র সচিব ভারতে যাবেন। তখন তারিখ ঠিক হবে। ওই বৈঠকে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ