লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ২৬ জনের জরিমানা

লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার না করায় লক্ষ্মীপুরে ২৬ জনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এ কার্যক্রম পরিচালনা করেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ স্লোগানে শহরের চকবাজার মসজিদ এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। এ সময় মাস্ক না পরায় ২৬ জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

মোহাম্মদ মাসুম জানান, করোনার প্রাদুর্ভাবরোধে মাস্ক ব্যবহার না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যামে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। করোনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মাস্ক না পরায় ১৩ জনকে ১০০ টাকা করে জরিমানা করে জেলা প্রশাসন।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: