কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারত-পাকিস্তান সেনাদের মাঝে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কাশ্মীরের নওসেরা সেক্টরে পাক-ভারত সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় পাকিস্তানী বাহিনীর গুলিতে এক ভারতীয় জওয়ান নিহত হন। এর আগে জম্মুর নাগরোটা জেলায় জঙ্গি সন্দেহে চারজনকে গুলি করে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জঙ্গিরা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাইওয়ে টোলপ্লাজার কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই কাশ্মীর সীমান্তে পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা নিহতের ঘটনায় চির বৈরী দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
টাইমস/এসএন