হাতিরঝিলে কেন পানিতে ভাসছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ!

হাতিরঝিলে উদ্ধার বিশ্ববিদ্যালয় ছাত্র ওয়াসেক সাত্তার আবিরের লাশের রহস্য উন্মোচন করতে পারছে না পুলিশ। তার লাশ কেন পানিতে ভাসছিল বিষয়টি নিয়ে রহস্য রয়েই গেছে। তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা গেছেন তা স্পষ্ট নয়। তিনি আত্মহত্যা করেছেন কিনা সেটিও বলা যাচ্ছে না। পুলিশ বলছে তদন্ত চলছে। আবির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভিসি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেস র ড. মো. আব্দুস সাত্তারের বড় ছেলে। যশোরের তালবাড়িতে পারিবারিক গোরস্থানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার হাতিরঝিলে পানিতে ডুবে আবিরের মৃত্যু হয়।

ওয়াসেক সাত্তার আবিরের ছোট ভাই ওয়াসিফ সাত্তার নিবিড় জানান, ২৩ নভেম্বর রাতে যশোর থেকে মায়ের সঙ্গে ঢাকায় যান ওয়াসেক সাত্তার আবির। মঙ্গলবার বিকেলে একটি ফোন পেয়ে তিনি হাতিরঝিলে যান। রাতে হাতিরঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তিনি হাতিরঝিলে পড়ে গেলেন তা পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

হাতিরঝিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদ বিন আব্দুল কাদির বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হাতিরঝিলের একটি ব্রিজ থেকে আবির পানিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসাদ বিন আব্দুল কাদির আরও বলেন, যে স্থান থেকে ঝিলের পানিতে তিনি পড়েছেন সেই স্থানটি রাতে অন্ধকার ছিল। ফলে কিভাবে তিনি পানিতে পড়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
ওয়াসেক সাত্তার আবিরের ছোট ভাই ওয়াসিফ সাত্তার নিবিড় জানান, ওয়াসেক সাত্তার আবির মালয়েশিয়ার পুত্রামালায় ইউনিভার্সিটিতে (ইউপিএম) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করতেন। করোনার কারণে তিনি দেশে অবস্থান করছিলেন।

 

টাইমস/জেকে

Share this news on: