ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বুধবার (৬ জানুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আগামী মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খোলার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে।
আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতিতে মাইলফলক তৈরি করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। এরপর লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। তারপর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যে ছুটি এখনও বলবৎ রয়েছে।
টাইমস/এসএন