জাপানে করোনাভাইরাসের আরও শক্তিশালী ধরণ শনাক্ত

এবার জাপানে সন্ধান মিলেছে করোনাভাইরাসের আরও শক্তিশালী নতুন একটি বৈশিষ্ট। ব্রাজিল থেকে জাপানে আসা চার যাত্রীর শরীরে এই করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। ভাইরাসের এই ধরনটি যুক্তরাজ্যের স্ট্রেইনের থেকে আলাদা।

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নতুন এই করোনার স্ট্রেইন নিয়ে জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার টোকিওর ভাইরোলজি ইন্সটিটিউট করোনাভাইরাসের ওই নতুন স্ট্রেইনটির সন্ধান পেয়েছে।

ব্রাজিল থেকে গত কয়েক দিনে বেশ কয়েকজন যাত্রী জাপানে ফিরেছে। তাদের মধ্যে চারজনের শরীরে এই স্ট্রেইন পাওয়া গেছে। ওই চারজনকেই বিমানবন্দরের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৪০ বছরের এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি তিনজন এখনও আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে একজনের গলাব্যথা ও বাকি দুইজনের মধ্যে জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ দেখা গেছে।

 

টাইমস/এসএন

Share this news on: