ভারতে প্রথম ধাপে ভ্যাকসিন পাচ্ছেন না রাজনৈতিক নেতারা

ভারতে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে ১৬ জানুয়ারি থেকে। সরকার ঘোষিত নীতি অনুযায়ী প্রথমে দেশটির চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও পুলিশ সদস্যরা এই ভ্যাকসিনের আওতায় আসবেন।

ভ্যাকসিন প্রয়োগ উপলক্ষে দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাজনৈতিক নেতারা প্রথম ধাপে করোনার ভ্যাকসিন নেয়ার জন্য ঝাপিয়ে পড়বেন না। সবার মতো আপনাদেরও অপেক্ষা করতে হবে। নেতাদের আগে ভ্যাকসিন দেয়া হবে না। আগে ভ্যাকসিন পাবেন কোভিড-১৯ যোদ্ধারা।

এদিকে মোদির নির্দেশে মঙ্গলবার ভোর থেকে কলকাতাসহ দেশের সব রাজ্যে পৌঁছে গিয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ভারতের সব রাজ্যে প্রথম দফায় প্রায় তিন কোটি করোনার ভ্যাকসিন দেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ