পিকে হালদারের হাজার কোটি টাকা ফ্রিজ

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারে অভিযোগে বিদেশে পলাতক পি কে হালদারে ১ হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। দুদক জানিয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার) ৬২ জন সহযোগীর মাধ্যমে বিদেশে অর্থপাচার করেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন ব্যাংকে রাখা পি কে হালদারের প্রায় এক হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এর আগে পি কে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পাওয়া যায়। এসব বান্ধবীদের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন পি কে হালদার।

প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদার দেশের ব্যাংকপাড়ায় পি কে হালদার নামে পরিচিত। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। পাচার করা বিপুর পরিমাণ টাকা দিয়ে তিনি কানাডায় বেসরকারি এনজিও গড়ে তুলেছেন। কানাডার বহুল আলোচিত ও দুর্নীতিবাজদের গড়ে তোলা বেগমপাড়ায় তিনি রাজকীয় জীবনযাপন করছেন।

 

টাইমস/এসএন

Share this news on: