চতুর্থ দফায় ভাসানচরের পথে দুই হাজার রোহিঙ্গা

স্থানান্তরের চতুর্থ দফায় ভাসানচরের পথে যাত্রা শুরু করেছে আরও দুই হাজার রোহিঙ্গা। সোমবার সকালে চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে দুই হাজার ১০ জন রোহিঙ্গা ভাসানচর রওনা হয় বলে জানান নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক।

রোববার রাতেই এই রোহিঙ্গাদের কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এছাড়া ভাসানচরে স্থানান্তরের জন্য সোমবার আরও দেড় হাজারের মতো রোহিঙ্গা কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছে বলে জানান রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল। এই পঞ্চম দলটি ভাসানচর রওনা হবে মঙ্গলবার।

সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত ৭ হাজার আটজন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হল।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: