ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

কি‌শোরগঞ্জ-ময়মন‌সিংহ-‌ভৈরব রু‌টে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে আখাউড়া থে‌কে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।

রেলও‌য়ে সূত্র জানায়, জামালপুর জেলার দুর্মুর এলাকা থেকে স্লিপার ও পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন চট্টগ্রামের ইমামবাড়ি যাচ্ছিল। কুলিয়াচর উপজেলার ছয়সূতি স্টেশনের অদূরে মধুয়ারচর এলাকায় সোমবার সকাল ১০টার দি‌কে ট্রে‌নের ইঞ্জিন বিকল হ‌য়ে পড়ে। এতে ওই রু‌টে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে প‌ড়ে। প‌রে আখাউড়া থে‌কে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।

রেলও‌য়ের উপসহকা‌রী প্র‌কৌশলী মো. জালাল উদ্দিন জানান, বিকল্প ইঞ্জিন আসার পর সোমবার দুপুর সা‌ড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ