শিক্ষার্থীদের ওপর হামলা, বরিশালে আন্দোলন চলছেই

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বরিশাল শহরে এসব কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলায় ছয় দফা স্তম্ভের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা অভিযুক্ত পরিবহন শ্রমিকদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্ব নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে তাদের তিন দফা দাবি মানা না হলে পুনরায় মহাসড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা। বেধে দেয়া সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না করে, তবে শিক্ষার্থীরা বসে থাকবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে রাতের অন্ধকারে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মামলা করেনি বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম গণমাধ্যমকে বলেছেন, এখনও মামলা হয়নি, তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার করার জন্য প্রস্তুতি চলছে। এ ধরণের বর্বরতার কোনো প্রশ্রয় দেয়ার সুযোগ নেই। শিক্ষক-শিক্ষার্থীরা এই হামলা কোনো ভাবেই মেনে নেবে না।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এসময় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর রূপাতলী এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা। হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ।

 

টাইমস/এসএন

Share this news on: