চোখের সামনেই নিহত স্বামী, বিসিএস ক্যাডারের স্বপ্নভঙ্গ অন্তরার

দুই সন্তানকে বাড়িতে রেখে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য এনা বাসে চড়ে ঢাকায় আসছিলেন ডা. শারমিন আক্তার অন্তরা। সঙ্গে ছিলেন তার স্বামী প্রভাষক ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। কিন্তু সড়ক দুর্ঘটনায় অন্তরার স্বপ্ন ভেঙে গেছে। চোখের সামনেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তার স্বামী। গুরুতর আহত হয়ে অন্তরা হাসপাতালে কাতরাচ্ছেন। বিসিএস পরীক্ষায় অংশ নেয়া হল না তার।

জানা গেছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডা. শারমিন আক্তার অন্তরার স্বামী ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। আর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্তরা।

সিলেট নগরের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষার্থী ডা. ইমরান খান ও ডা. অন্তরা দম্পতির রয়েছে দুই কন্যাসন্তান। তাদের একজনের বয়স তিন বছর ও আরেকজনের বয়স সাড়ে চার বছর। তারা নগরেরর ফাজিল চিস্ত এলাকায় বসবাস করতেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমজাদ হোসেন খানের ছেলে প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. ইমরানের খানের মৃত্যুতে নগরের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, বর্তমান কর্মস্থল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

টাইমস/জেকে/এসএন

Share this news on:

সর্বশেষ