মিয়ানমারে বাড়ছে বিক্ষোভ : একদিনেই গুলিতে নিহত ৭

সামরিক সরকারের দমনপীড়নের মধ্যেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। তবে বিক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাদের দমনপীড়নের মাত্রাও বেড়েছে। গত কয়েকদিন ধরেই বিক্ষোভের ওপর লাগাতার গুলি ছুঁড়ছে মিয়ানমারের পুলিশ। গুলিতে বুধবারও ৭ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বুধবার (৩ মার্চ) দেশটির বড় শহর ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে অং সান সু চির সমর্থকরা। তারা গৃহবন্দী নেত্রীসহ সকল বন্দীর মুক্তির দাবি জানিয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজপথ অবরোধ করে স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ টিয়ারসেল ও গুলি ছুঁড়তে শুরু করে। গুলিতে বহু আন্দোলনকারী আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে ৭ জনের মৃত্যু হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মিয়ানমারের মইঙ্গিয়ান শহরে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বহু আন্দোলনকারী আহত হন।

মান্দালয় শহরের এক চিকিৎসকের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহত দুই বিক্ষোভকারীর মাথায় তাজা গুলি লেগেছে। অন্যদের বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় রাবার বুলেট ও তাজাগুলি পাওয়া গেছে।

 

টাইমস/এসএন

Share this news on: