বজ্রবৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় এই তাপপ্রবাহ কমে আসতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দেশের গড় তাপমাত্রা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে। যা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: