ইসরাইলের অহঙ্কার মাটিতে মিশিয়ে দিয়েছি : হামাস

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরাইলের গর্বকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের লাগাতার রকেট হামলায় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। সাম্প্রতিক গাজায় ইসরাইলি হামলা ও হামাসের প্রতিরোধ সংগ্রাম বিষয়ে এসব কথা বলেছেন হামাসের সিনিয়র নেতা মাহমুদ আজ জাহার।

মধ্যপ্রাচ্যভিত্তিক টেলিভিশন মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে মাহমুদ আজ জাহার বলেন, ইসরাইল গর্ব করে বলে আসছে তারা নিজেদের সুরক্ষা শতভাগ নিশ্চিত করতে সক্ষম। কিন্তু হামাসের প্রতিরোধের মুখে ইসরাইলের সেই গর্ব মাটিতে মিশে গেছে।

হামাসের এ নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল নিজেদের অজেয় বলে দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছিল ‘শোর্ড অব গাজা’ যুদ্ধে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তী যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে। কারণ হামাস ইসরাইলের সক্ষমতা সম্পর্কে শক্ত ধারণা পেয়ে গেছে। এবারই অধিকার আদায় করা সহজ হবে।

আজ জাহার আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সিরিয়া, লেবানন, হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর স্বার্থ একই। সে হিসেবে ইসরাইলকে শায়েস্তা করা এখন খুবই সহজ।

 

টাইমস/এসএন

Share this news on: