স্বর্ণের দাম কমছে

বিশ্ববাজারে বড় দরপতন হওয়ায় দেশে স্বর্ণের দাম কমতে চলেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এমনই ইঙ্গিত দিয়েছে। 

সোমবার (২১ জুন) স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

বাজুস জানিয়েছে, দেশে স্বর্ণের দাম বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে বিশ্ববাজারের ওপর। বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়। ঠিক তেমনি বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমে।

জানা গেছে, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের ওপরে কমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হবে।

 

টাইমস/এসএন

Share this news on: