বিএনপির গ্রেফতার ৪৭২ নেতাকর্মীর তালিকা ইসিতে

নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশে থেকে বিএনপির মোট ৪৭২জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক হওয়া সেসব নেতা-কর্মীর তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি।

শুক্রবার বিএনপির পক্ষ থেকে ইসিতে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা ও গ্রেফতার অভিযান বন্ধে ইসির হস্তক্ষেপ কামনা করেছেন।

এর আগে ইসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, সারা দেশে গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। তখন নির্বাচন কমিশন বলেছিল, বিএনপি যেন তাদের তালিকা পাঠায়। ইসি ব্যবস্থা নেবে।

এরই পরিপ্রেক্ষিতে বিএনপি তফসিল ঘোষণার পর গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের নাম-পদবিসহ তালিকা জমা দেয়।

পুনঃতফসিল অনুযায়ী, ভোট হবে ৩০ ডিসেম্বর। তফসিল ঘোষিত হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনেতিক দল নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করছে।

 

Share this news on: