৫ অক্টোবর খুলছে ঢাবির আবাসিক হল

৫ অক্টোবর থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) আবাসিক হল। স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রথমে খুলে দেয়া হবে হল।

১৫ সেপ্টেম্বর, বুধবার, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক্ষেত্রে অন্তত এক ডোজ করোনার টিকা দেয়ার সনদ এবং বৈধ কাগজপত্র দেখিয়ে উক্ত শ্রেণীর শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। তবে ২৬ সেপ্টেম্বর থেকে বিভাগের সেমিনার  ও কেন্দ্রীয় লাইব্রেরী ব্যবহারের সুযোগ পাবে হলে উঠার অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের কবে হলে উঠতে দেয়া হবে সে ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

Share this news on:

সর্বশেষ