সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি: শাজাহান খানকে সভাপতি করা নিয়ে প্রশ্ন

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উঠেছে।

সোমবার এক সম্পূরক প্রশ্নে বিরোধী দল জাতীয় পার্টির ফখরুল ইমাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করেন, ‘বদিকে (কক্সবাজারের সাবেক সাংসদ আবদুর রহমান বদি) দিয়ে মাদক নিয়ন্ত্রণ আর শাজাহান খানকে দিয়ে সড়ক কন্ট্রোল (নিয়ন্ত্রণ) কতটা সম্ভব? গরু-ছাগল চিনলে লাইসেন্স দেওয়া যাবে, শাজাহান খানের এই মন্তব্যে সারা দেশ তোলপাড় হয়েছিল। ওনার এক হাসি ওই সময় দেশে কী পরিস্থিতি তৈরি করেছিল। তাকে দিয়ে সরকারের কতখানি কমিটমেন্ট (প্রতিশ্রুতি) রক্ষা হবে?’

জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অভিজ্ঞ মানুষ হিসেবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে শাজাহান খানের নাম প্রস্তাব করা হয়েছে। তাকে প্রধান করার সময় উপস্থিত কারও কোনো বিরোধিতা আসেনি। এখানে তার কোন স্মিত হাসির জন্য কী সমস্যা হয়েছে, সেটা দেখব না। এখানে ব্যক্তি বিষয় না। দেখা হবে তারা সড়কে শৃঙ্খলা আনতে সবাই মিলে কী সুপারিশ তৈরি করেন। এই কমিটির কাছ থেকে যতটা আশা করা হচ্ছে, তার থেকে ভালো প্রতিবেদনও তো আসতে পারে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সাম্প্রতিককালে দেশে দুর্ঘটনাজনিত পরিস্থিতির কিছু অবনতি ঘটায় আমরা জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা ডেকেছিলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী, পরিবহনসংশ্লিষ্ট নেতৃবৃন্দ, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আবুল মকসুদসহ সড়ক বিশেষজ্ঞরাও ছিলেন। সবার উপস্থিতিতে সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি সুপারিশমালা তৈরির জন্য ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। সেখানে শাজাহান খানের নেতৃত্বে ১৫ জনের এই কমিটি করা হয়েছে। কাজেই এখানে ব্যক্তি বিষয় নয়। একজনই পুরো প্রতিবেদনটি প্রণয়ন করবেন না। তিনি যেহেতু অভিজ্ঞ মানুষ, সে জন্য তাঁর নামটি এখানে প্রস্তাব করা হয়েছে।’

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে সড়কে বিশৃঙ্খলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ভিআইপি হয়ে উল্টো পথে যাই। এটা তো স্বাভাবিক বিষয় নয়। ভিআইপিরা অসাধারণ মানুষ, তাঁরা যদি উল্টো পথে চলেন তাহলে সাধারণ মানুষ কী করবে?’

সড়কের দুর্ঘটনার বিষয়টি সব থেকে দুর্ভাবনার, মন্তব্য করে মন্ত্রী বলেন, কেবল সড়ক বিভাজক দিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। পাশে ফুটওভার ব্রিজ (পদচারী–সেতু) থাকলেও দেখা যায়, মানুষ লাফ দিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছেন। মাকে বাচ্চা কোলে নিয়েও রাস্তা পার হতে দেখা যায়। সড়কে সব থেকে জরুরি হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু কেউ এটা কেউ মানতে চান না। মোবাইল কানে দিয়ে মধুর স্বরে কথা বলতে বলতে রাস্তা পান হন, আর বাস চাপা দিয়ে চলে যায়।’

সরকারি দলের আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে সড়ক পরিবহনের আওতায় রাস্তার পরিমাণ ২১ হাজার ৫৯৫ দশমিক ৪৯ কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৯০৬ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪ হাজার ৪৮২ দশমিক ৫৪ কিলোমিটার ও জেলা সড়ক ১৩ হাজার ২০৬ দশমিক ৯২ কিলোমিটার। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সড়ক বিভাগের সব থেকে বেশি রাস্তা রয়েছে চট্টগ্রাম বিভাগে ৯৭৭ দশমিক ৫২ কিলোমিটার এবং সব থেকে কম মেহেরপুর জেলায় ১২৪ দশমিক ৮৩ কিলোমিটার।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন Nov 09, 2025
img
এক সময় ভেবেছিলেন বাবা ভিলেন, এখন জানেন তিনিই নায়ক: মিঠুন চক্রবর্তী Nov 09, 2025
img
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেপ্তার Nov 09, 2025
img
জাহানারার অভিযোগের তদন্ত কমিটিতে রুবাবা দৌলা Nov 09, 2025
img
পুরনো কুচক্রীরা হাসিনা-মার্কা সুরে কথা বলছে : ইশরাক হোসেন Nov 09, 2025
img
রংপুর রাইডার্স ছেড়ে নতুন ঠিকানায় শেখ মেহেদী! Nov 09, 2025
img
‘ইসলামকে অবমাননা করে কেউ রাজনৈতিকভাবে লাভবান হতে পারে না’ Nov 09, 2025
img
চাকরি আইনের সঙ্গে সরাসরি ‘সাংঘর্ষিক’ হবে আইজিপি নিয়োগ Nov 09, 2025
img
আজকে দেশের বাজারে স্বর্ণের দাম Nov 09, 2025
img
বিক্ষোভে উত্তাল পর্তুগাল, রাজপথে হাজারও মানুষ Nov 09, 2025
img
দূষিত শহরের শীর্ষে ভারতের দিল্লি, ৪র্থ অবস্থানে রাজধানী ঢাকা Nov 09, 2025
img
শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা Nov 09, 2025
img
‘ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়’, বিএনপি প্রার্থীর বিতর্কিত মন্তব্যে বিক্ষোভ Nov 09, 2025
img
সাতক্ষীরা জেলায় প্রথম নারী ডিসি আফরোজা আখতার Nov 09, 2025
img
জানুয়ারিতেই চ্যাম্পিয়নস লিগে ফিরছেন মেসি Nov 09, 2025
img
শেরপুরে জাল নোটসহ আটক ১ Nov 09, 2025
img
ফরিদপুরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী কারাগারে Nov 09, 2025
img
দুর্দান্ত শুরুর পরও জয় হাতছাড়া আর্সেনালের Nov 09, 2025
img
তিন যুগ পর অক্ষয়ের সঙ্গে বাগদান নিয়ে কথা বললেন রাভিনা Nov 09, 2025
img
দ্বিতীয় দিনেও যুক্তরাষ্ট্রে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল Nov 09, 2025