দুই দিনের আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দুদিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।  

শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি এলাকার রাপা প্লাজার সামনে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সময় বেধে দেন।  

এছাড়া আগামীকাল রোববার ও আগামী সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিলেন। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে। 

আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে বিআরটিএ কার্যালয় ঘেরাও করা হবে বলে জানান তারা। 

Share this news on: