নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করার সময় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৭৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এসব মাছ উদ্ধার করা হয়। জব্দ করা মাছগুলো তমরদ্দি কোস্টগার্ড টার্মিনালে এনে হতদরিদ্র লোকজন ও এতিমখানায় বিতরণ করা হয়।
হাতিয়া দক্ষিণ জোন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইফতেখারুল আলম ঢাকা পোস্ট নামে অনলাইন একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাতিয়ার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ইঞ্জিনচালিত ট্রলার তল্লাশি করে ১৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করি।