গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম গনমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,' খুলনা থেকে মাওয়াগামী রাজীব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে এখনো কারো পরিচয় জানা যায়নি'।