বিশ্বে ১৭২টি কম বাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৬৬তম

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২২ সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় ৭ম স্থানে রয়েছে ঢাকা।
 
আজ বৃহস্পতিবার (২৩ জুন) ইআইইউ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ায় ঢাকার অবস্থানের সামান্য উন্নতি হয়েছে। গেল বছরের তুলনায় বাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ এগিয়ে এসেছে রাজধানী। 

সর্বশেষ প্রকাশিত তালিকায় পাকিস্তানের করাচি, আলজেরিয়ার আলজিয়ার্স এবং সিরিয়ার ত্রিপোলির অবস্থান আগের চেয়ে নিচের দিকে নেমেছে। 

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকা ১০০'র মধ্যে ৩৯.২ স্কোর নিয়ে এ বছরের বৈশ্বিক বাসযোগ্যতার সূচকে ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম অবস্থানে রয়েছে।

Share this news on: