পদ্মা সেতুতে স্পিড গান-সিসিটিভি লাগিয়ে বাইক চালুর সিদ্ধান্ত

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিয়ে কথা বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হওয়ার বিষয়টি সাময়িক। তবে কবে থেকে চলাচল শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

এ সময় মন্ত্রী আরও জানান, মাওয়ার শিমুলিয়া ঘাটে এখনো ৬টি ফেরি প্রস্তুত রয়েছে। বিভিন্ন যানবাহন পরিবহনে চাহিদা অনুসারে এসব ফেরি চলাচল করবে। পদ্মা নদী পারাপারে ফেরিগুলো পরিচালনায় শিগগিরই একটি পরিকল্পনা নেয়া হবে।

পদ্মা সেতু হলেও দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে লঞ্চ চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। লঞ্চ মালিকরা আরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে লঞ্চ পরিচালনা করবেন বলেও জানান তিনি।

আজও সকাল থেকে পিকআপে চড়ে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল। চলছে রমরমা ব্যবসাও, গুনতে হচ্ছে বাড়তি খরচ। বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এদিকে স্বপ্নের সেতুতে স্বস্তির যাত্রায় উচ্ছ্বসিত বড় গাড়ির চালক ও যাত্রীরা।

Share this news on: