নারী ফুটবল দল বহনে প্রস্তুত জন্য ছাদখোলা বাস

হিমালয় জয়ী বাংলাদেশের নারীদের অভিবাদন জানাতে প্রস্তুত ছাদ খোলা বাস। এরই মধ্যে বিআরটিসি দুই তলা একটি বাস কেটে ছাদ খুলে নেয়া হয়েছে। চলছে সাজসজ্জা কাজ।

বুধবার দেশে ফিরছেন সেই বীর ফুটবলাররা। তাঁদের এই ঘরে ফেরা রাঙাতে প্রস্তুতি নিচ্ছে সরকার, দেশের মানুষ। তাঁদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর মাধ্যমে নারী ফুটবলারদের একটা আক্ষেপও হয়তো ঘুচবে।

Share this news on: