কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আনোয়ার ও মৌলভী ইউনুস নামে দুই মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৩০ এর দিকে, উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের এ/১৮ ব্লকের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হেড মাঝি আনোয়ার (৩৭), ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের পুত্র (এফসিএন নম্বর-৫৫০২৭২)। এঘটনায় নিহত অপরজন মৌলভি ইউনুস (৩৮), ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভি কাশেমের পুত্র ও ঐ ব্লকের সাব মাঝি ( এফসিএন নম্বর- ২০৭৭২০)।
বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতিকারী ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. আনোয়ার ও সাব মাঝি মৌলভী ইউনুসের উপর হামলা চালায়।
এক পর্যায়ে দুর্বৃত্তরা দুইজনকে জবাই করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৌলভী ইউনুসের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। "
বেসরকারি সংস্থা পরিচালিত বালুখালীর একটি হাসপাতালে আনোয়ার কে আনা হলে, কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয় বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
নিহতদের লাশ উখিয়া থানায় আনা হয়েছে বলে জানান তিনি।
এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।