পতাকা বৈঠকের জন্য বাংলাদেশে পৌঁছেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির ৭ সদস্যের প্রতিনিধি দল।
রোববার সকাল ৯ টায় প্রতিনিধি দলটি কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাটে পৌঁছেন।
এসময় তাদের ঘাটে অর্ভথ্যনা জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। পরে তাদের শাহপরীরদ্বীপ বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পতাকা বৈঠকে মিলিত হয় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।
এর আগে সকাল সাড়ে ৮ টায় বিজিপির দুইটি স্পীডবোট গিয়ে জলসীমা থেকে জান্তা সরকারের প্রতিনিধিদলকে বাংলাদেশে নিয়ে আসেন।
বৈঠকে চলমান সীমান্ত উত্তেজনাই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে জানিয়েছে বিজিবি। তবে মাদক চোরাচালান, অনুপ্রবেশ সহ নানা বিষয়েও আলোচনা হবে।